অ্যাকসেসিবিলিটি লিংক

বার্লিন বিমানবন্দরে বোমা হামলার প্রস্তুতি নেয়া জাবের আল বাকের গ্রেপ্তার


টানা ৪৮ ঘন্টা অভিযানের পর জার্মান পুলিশ সিরীয় নাগরিক জাবের আল বাকেরকে ধরতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, প্যারিসের মতো বার্লিন বিমানবন্দরে বোমা হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিলো।

পুলিশ শনিবার থেকে তাকে ধরার জন্য অভিযান শুরু করে। এক পর্যায়ে টুইটারে তার ছবি ও নাম প্রকাশ করা হয়। তখন জার্মানির সব বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে সতর্কতা জারি করা হয়। সোমবার সকালে পুলিশ জানায়, লিপজিগ শহরের একটি ফ্ল্যাট থেকে দুই জন সিরীয় নাগরিকের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে পূর্বাঞ্চলীয় শহর কেমনিৎসের একটি অ্যাপার্টমেন্ট থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়। দুই বছর যাবৎ বাকের জার্মানিতে রাজনৈতিক আশ্রয়ে ছিল। বাকেরকে গ্রেপ্তারের জন্য পুলিশ ও দুই সিরীয় নাগরিককে ধন্যবাদ জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরী।

XS
SM
MD
LG