অ্যাকসেসিবিলিটি লিংক

জার্মান-উইংস বিমান দুর্ঘটনার তদন্ত রিপোর্ট


ফ্রান্সের বিমান দুর্ঘটনা সম্মন্ধীয় তদন্তকারিরা বলছেন- মার্চ মাসে Germanwings বিমান উড়ানের যে কো পাইলট ইচ্ছে করেই বিমানটিকে আল্পস পর্বতমালায় আছড়িয়ে ফেলেছিলো এবং যে ঘটনায় এক শ’ ৫০ আরোহির সকলেরই প্রাণ বিনাশ হয়েছিলো সে কো পাইলট ঐ একই দিন আরেক বিমান উড়ানে নিয়ন্ত্রীত অবতরনের চেষ্টা চালিয়েছিলো।

ঐ তদন্তকারিরা আজ বুধবার জানিয়েছেন- আন্দ্রিয়াস লুবিটয্ ডুসেলডরফ থেকে বার্সেলোনা যাওয়ার সময় ঐ বিমান উড়ানটিকে বারবারই অবতরন অবস্থানে নিয়ে যান এবং তার পর আবার সে অবস্থান বদলিয়ে ফেলেন। এবং ঐ সময়টিতে , দৃশ্যত: মনে হয়, ককপিটে তিনি একাই ছিলেন, যেমনটি কিনা Germanwings বিমান উড়ানের বিধ্বস্ত হওয়ার সময়টাতে তাঁর সঙ্গে অপর বৈমানিক ককপিটে ছিলেন না। এর আগের তদন্ত রিপোর্টে জানা গিয়েছিলো, বিধ্বস্ত বিমানের পাইলট প্রক্ষালনাগারে গিয়েছিলেন যখন তখনই লুবিটয্ ভেতর থেকে দরজা বন্ধ করে দেন এবং পাইলট চেষ্টা করেও আর ককপিটে ঢুকতে পারেননি।

XS
SM
MD
LG