অ্যাকসেসিবিলিটি লিংক

জার্মান পুলিশ সন্ত্রাসী সন্দেহে ধৃত ব্যক্তিদের মুক্তি দিয়েছে


জার্মান পুলিশ শুক্রবার জানিয়েছে যে দেশের ভেতরে কয়েকটি আক্রমণ চালানোর পরিকল্পনা করছে এমন সন্দেহে যে দুই ব্যক্তিকে আটক করেছিল তাদের মুক্তি দিয়েছে। একদিন আগেই তাদের আটক করা হয়।

পুলিশ, স্থানী সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে ঐ দু’জনের বিরুদ্ধে কোন তথ্য প্রমাণ না পাওয়া কারণে তাদের মুক্তি দেওয়া হয়। পুলিশ জানিয়েছে যে বার্লিনের অদূরে ইসলামিক কালচারাল সেন্টারে অতর্কিত অভিযান চালানোর সময় তাদের অটক করা হয়েছিল। কর্তৃপক্ষ, দুই ব্যক্তির গাড়ীতে সন্দেহজনক জিনিষ পত্র আছে এই সন্দেহে আসে পাশের এলাকা খালি করলেও তাদের গাড়ীতে ক্ষতিকারক অথবা অস্ত্র বা বিস্ফোরক পাওয়া যায়নি। কর্তৃপক্ষ ঐ দু’জনার পরিচয় প্রকাশ করেনি অথবা কি ধরণের পরিকল্পনা করার জন্য তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়--- সে সম্পর্কেও কোন তথ্য প্রকাশ করেনি। তারা জানিয়েছে যে এ সম্পর্কে তদন্ত চলছে।

জার্মান সংবাদ টেগেসপিগাল নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয় ঐ দুই ব্যক্তির ইসলামিক ষ্টেটের সংগে সংশ্লিষ্টতা আছে এবং তারা পশ্চিমাঞ্চলের ডর্টমুন্ত শহরে আক্রমণের পরিকল্পনা করছে।

দু’জনের একজন সিরিয়ার এবং ওপর জন তিউনিসিয়ার বলে হলেও কর্তৃপক্ষ এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি।

XS
SM
MD
LG