অ্যাকসেসিবিলিটি লিংক

জার্মানীতে সন্ত্রাসী হামলার আশংকায় নিরাপত্তা জোরদার


Portret Bude izrađen od svilenog konca, koji je izložen za verski praznik Šohton ispred budističkog manastira Drapung u Lasi, prestonici autonomne pokrajine Tibet.
Portret Bude izrađen od svilenog konca, koji je izložen za verski praznik Šohton ispred budističkog manastira Drapung u Lasi, prestonici autonomne pokrajine Tibet.

জার্মানী বলছে, নভেম্বর মাসের শেষদিকে সম্ভাব্য সন্ত্রাসী হামলার স্পষ্ট ইংগিত পাবার পর সে দেশে বিমানবন্দরে এবং রেলস্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জার্মানীর স্বরাষ্ট্র মন্ত্রী থমাস ডঃ মাইযিয়ারি বার্লিনে বলেন যে জার্মান গোয়েন্দা সংস্থা এবং একটি আর্ন্তজাতিক শরিকের কাছ থেকে পাওয়া তথ্য নতুন এই নিরাপত্তা পরিস্থিতির সৃষ্টি করেছে। ইয়েমেন থেকে সম্প্রতি ডাকে পাঠানো বোমার বিষয়টিও মন্ত্রী উল্লেখ করেন।

জার্মানীর ওপর ইসলামিক উগ্রবাদীদের অব্যাহত প্রচেষ্টা সম্পর্কে জার্মানীর তথ্য সম্পর্কেও তিনি বলেন। তবে মন্ত্রী তার দেশকে আশ্বস্ত করে বলেন, উদ্বেগের কারন থাকলেও অতিরিক্ত ভীত হওয়ার কোন কারণ নেই।

তিনি বলেন, জার্মানীর নিরাপত্তা পরিস্থিতি ২০০৯ সালে কেন্দ্রিয় নির্বাচনের সময়কার পরিস্থিতির সংগে তুলনীয়। জার্মানী ইসলামিক উগ্রবাদীদের সন্ত্রাসী হামলার হাত থেকে মোটামুটি ভাবে নিষ্কৃতি পেয়েছে, কিনতু এখানে সন্ত্রাসের লক্ষ্য হওয়ার সম্ভাবনা আছে বলে জার্মানী মনে করে। কারণ আফগানিস্তানে তাদের ৪ হাজার ৫৯০ জন সৈন্য রয়েছে।

XS
SM
MD
LG