অ্যাকসেসিবিলিটি লিংক

অসামরিক লোক হত্যার তদন্তের নির্দেশ দিয়েছেন আফগান প্রেসিডেন্ট


President Mohammad Ashraf Ghani
President Mohammad Ashraf Ghani

আফগানিস্তানে শুক্রবার একটি মসজিদের কাছে আফগান সরকারী বাহিনীর নিক্ষিপ্ত মর্টার শেলের আঘাতে অন্তত ন জন আসামরিক লোক নিহত এবং আরও অনেকে আহত হবার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি।

আজ প্রেসিডেন্টের ঐ বিবৃতিতে লেখা হয় , প্রতিরক্ষা মন্ত্রকের নের্তৃত্বে একটি উচ্চ পর্যায়ের সরকারী প্রতিনিধিকে এই ঘটনা তদন্ত করে প্রেসিডেন্টকে জানাতে বলা হয়েছে। তাতে আরও বলা হয় যে যাঁরা এই ঘটনার শিকার হয়েছেন তাঁদের স্বজনদের প্রতি তিনি গভীর সমবেদনা জানাচ্ছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছেন।

ইসলামপন্থি বিদ্রোহীদের একজন মুখপাত্র বলেন যে নিহত অসামরিক লোকের সংখ্যা দশ জন , আহত হয়েছেন আটজন এবং তাঁরা এর প্রতিশোধ নেয়ার সঙ্কল্প প্রকাশ করেন। তালিবানের বিবৃতিতে বলা হয় তাদের কথায় , “ ইসলামিক আমিরাত , কাবুল সরকারের এই অপরাধের নিন্দে করছে এবং সাধারণ লোকের প্রতি তাদের ক্ষমাহীন নৃশংসতার নিদর্শন হিসেবই দেখেছ”।

জাতিসংঘ বলছে যে আফগানিস্তানে অসামরিক লোকের হতাহতের সংখ্যা এ বছরের প্রথম আট মাসে অনেক বেড়ে যায়।অবশ্য ৭০ শতাংশের ও বেশি হতাহতের জন্য দায়ি করা হয় তালিবানকে।

XS
SM
MD
LG