অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বব্যাপী সহিংসতা ও শরনার্থী সঙ্কট


আমাদের এই সাপ্তাহিক আয়োজন কল ইন শোতে মূলত আলোকপাত করা হয়েছে বাংলাদেশে রোহিঙ্গা শরনার্থী প্রসঙ্গে , ভারতে অসমের বাঙালিদের অন্য রাজ্যে আশ্রয় নেওয়া গৃহচ্যুত মানুষ, পাকিস্তানে আফগান শরনার্থীদের সমস্যা , মধ্যপ্রাচ্যে গৃহহীন লোকজনের দূর্দশা , জনসংখ্যা স্থানান্তর এবং আনুসঙ্গিক প্রসঙ্গ।

বাংলাদেশে রোহিঙ্গা শরনার্থীদের বিষয়ে প্রশ্ন উঠেছে যে এই সব শরনার্থীকে সাহায্য করতে আন্তর্জাতিক দায়দায়িত্ব কতটুকু , সেখানে অন্তরায়ই বা কি ? অনেকেই এ কথা ও বলেছে যে একন আর শরনার্থী সমস্যা কোন একটি দেশ বা অঞ্চলে সীমিত নয় , আফ্রিকা কিংবা লাতিন আমেরিকার াকে জায়গাতেই এই সমস্যা রয়েছে। অতএব সরকারী নীতিতে সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠ মানুষকে সমান সুযোগ সুবিধা না দিলে এই সমস্যার সমাধান খুব সহজে হবে না।

হ্যালো ওয়াশিংটনে আমাদের অতিথী প্যানেলে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও Refugee and Migratory Movement Research Unit, Bangladesh এর চেয়ার পারসন ড তাসনিম সিদ্দিকি এবং দ্য হিন্দু পত্রিকার কোলকাতা দপ্তরের প্রাক্তন ব্যুরো চীফ।

please wait

No media source currently available

0:00 0:45:29 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG