অ্যাকসেসিবিলিটি লিংক

শিবসেনার হুমকীতে পাকিস্তানের গজল শিল্পী গুলাম আলি’র কনসার্ট মুম্বাইয়ে হচ্ছে না


শিবসেনার হুমকীতে পাকিস্তানের গজল শিল্পী গুলাম আলি’র কনসার্ট মুম্বাইয়ে না হলেও, তা কোলকাতা এবং দিল্লির মূখ্যমন্ত্রীরা আয়োজনের প্রস্তাব দিয়েছেন। তবে রাজি নন শিল্পী গোলাম আলী।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এক ট্যুইট বার্তায় বলেন, সংগীতের কোনো সীমানা হয় না। সংগীত হৃদয়ের ছন্দ। শিল্পী গুলাম আলির কনসার্ট কলকাতায় করা যেতে পারে বলেই তিনি ট্যুইট বার্তায় বলেছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মতো দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও শিল্পী গুলাম আলি কে দিল্লীতে অনুষ্ঠান করার আমন্ত্রণ জানিয়েছেন। দিল্লী’র সংস্কৃতি মন্ত্রী কপিল মিশ্রা বলেছেন দেশের জাতীয় রাজধানীতে এসে অনুষ্ঠান করার জন্য স্বাগত জানাই গুলাম আলিকে।যদিও শিল্পী গুলাম আলি বলেছেন, এখন আর গাওয়ার মতো মানসিক পরিস্থিতি নেই। আমি এখন বাড়ি ফিরে যেতে চাই। তবে খুবই খারাপ লাগছে। একই সংগে আমি এই ঘটনায় চিন্তিত।এদিকে শিল্পীর অনুষ্ঠান মুম্বাই তে বাতিল হওয়ায় সমালোচনা করেছেন অভিনেত্রী শাবানা আজমি, সংগীত পরিচালক বিশাল দাদলানি ও শেখর ববজিয়ানির মতো গোটা দেশের বিশিষ্ট জনেরা।

XS
SM
MD
LG