অ্যাকসেসিবিলিটি লিংক

গুগল এর বিরুদ্ধে অভিযোগ তুলেছে ইউরোপিয়ন ইউনিয়ন


২৮-জাতির এন্টি-ট্রাস্ট আইন অমান্য করে ইন্টারনেট তল্লাসীর ক্ষেত্রে আমেরিকান প্রতিষ্ঠান গুগল একচ্ছত্রতা বজায় রেখেছে বলে অভিযোগ তুলেছে ইউরোপিয়ন ইউনিয়ন।

বুধবার ইউরোপীয়ন ইউনিয়নের প্রতিযোগিতা কমিশনার মার্গেথ ভেস্টাগার বলেছেন ইউরোপে ইন্টারনেট সার্চের ৯০ শতাংশ নিয়ন্ত্রনকারী গুগল পদ্ধতিগতভাবে তুলনামুলক প্রতিযোগতা এড়িয়ে তথ্য তল্লাসীর ফলাফল তার নিজের পাতায় নিজের পক্ষে নিয়ে রেখেছে।

এই অভিযোগের উত্তর দেয়ার জন্যে গুগলের ১০ দিন সময় রয়েছে।

যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাস্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানের ক্ষমতা খর্ব করতে ইউরোপয়িন ইউনিয়নের প্রয়াসের বিপক্ষে প্রশ্ন তুলেছেন।

XS
SM
MD
LG