অ্যাকসেসিবিলিটি লিংক

গোর্খাল্যান্ডের দাবিতে গোর্খা জনমুক্তি মোর্চার ধর্মঘট


Indian supporters of the Gorkha People's Liberation Front (GJMM) take part in a rally during a strike demanding a new Indian state at Kalimpong town, some 75 km, from Siliguri, Sept. 28, 2016.
Indian supporters of the Gorkha People's Liberation Front (GJMM) take part in a rally during a strike demanding a new Indian state at Kalimpong town, some 75 km, from Siliguri, Sept. 28, 2016.

পশ্চিমবঙ্গের উত্তর পাহাড়ের দার্জিলিং এ পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে গোর্খা জনমুক্তি মোর্চার ডাকা পাহাড় ধর্মঘট আজ সকাল থেকেই ছিল উত্তেজনা। অশান্তির মোকাবিলায় মোতায়েন ছিল পুলিশ। টহল দেয় সারাদিনই সিআরপিএফ। ধর্মঘটের সমর্থনে কার্শিয়ঙে টয় ট্রেন স্টেশনে আজ সকাল থেকেই জড়ো হন মোর্চা সমর্থকরা। সকাল ৭টা থেকেই শুরু হয় স্লোগান। বনধের বিরোধিতায় আসে পুলিশ, সিআরপিএফ। শুরু হয় ধরপাকড়। বেশ কয়েকজন মোর্চা সমর্থককে গ্রেফতার করা হয় পাহাড়ে বনধকে কেন্দ্র অশান্তির খবর পাওয়া যায় কালিম্পঙ জেলা তেও। সকালে ডম্বরচকে তৃণমূল ও মোর্চার মিছিল মুখোমুখি হলে উত্তেজনা ছড়ায়। সূত্রের খবর, পেডংয়ে তৃণমূলের পতাকা লাগানো ২টি গাড়িতেও মোর্চা সমর্থকরা ভাঙচুর চালায়। অশান্তির ঘটনায় কালিম্পঙে গ্রেফতার ২০ জনেরও বেশি মোর্চা সমর্থক।বনধের মোকাবিলায় তত্পর ছিল সারাদিনই রাজ্য প্রশাসন। কার্শিয়ঙে ছিলেন রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। কালিম্পংয়ে গৌতম দেব, দার্জিলিংয়ে জেমস কুজুর এবং দলীয় সমর্থক থেকেরাজ্য প্রশাসনেরউত্তর বঙ্গের আধিকারিকরা।
এ সম্পর্কে কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায় এর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:48 0:00

XS
SM
MD
LG