অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের গ্রামীন ব্যাংকের অর্থ তহবিল হস্তান্তরের বিতর্ক


বাংলাদেশের গ্রামীন ব্যাংকের অর্থ তহবিল হস্তান্তরের বিতর্ক
বাংলাদেশের গ্রামীন ব্যাংকের অর্থ তহবিল হস্তান্তরের বিতর্ক

নরওয়ের এক টেলিভিশনে সম্প্রতি প্রচারিত এক প্রামান্য চিত্রে বলা হয়েছে, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডঃ মোহাম্মদ ইউনুস ১৯৯০এর দশকের মাঝামাঝি গ্রামীন ব্যাংকের জন্য বরাদ্দ অর্থ, গ্রামীন কল্যাণ নামে আরেকটি প্রকল্পে হস্তান্তর করেছিলেন। এর বৈধতা নিয়ে এক বিতর্কের সৃষ্টি হয়েছে।

যুক্তরাষ্ট্রের গ্রামীন আমেরিকা ও গ্রামীন রিসার্চের প্রেসিডেন্ট ভিডার জরগেনসান গ্রামীন তহবিল হস্তান্তর সম্পর্কে লিখিত মন্তব্য করেছেন। ডঃ ইউনুস দেশের বাইরে থাকায় তার কাছ থেকে সরাসরি কোন মন্তব্য পাওয়া যায়নি। তবে গ্রামীন ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়েছে - নরওয়ে টেলিভিশনের ‘কট ইনি মাইক্রো ডেট’ এই তথ্য চিত্রের খবর ‘বিভ্রান্তিকর ও ভুল’।

এ বিষয়ে খবরাখবর নিয়ে রোকেয়া হায়দার টেলিফোনে কথা বলেছেন ঢাকায় সংবাদদাতা আমiর খসরুর সঙ্গে।

XS
SM
MD
LG