অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রীস মুদ্রা ভান্ডার IMF-কে দেয় এক শ’ আশি কোটি ডলার ঋণদায় পরিশোধে পুরোপুরি অপারগ


গ্রীসের ব্যাঙ্কগুলো আজ মঙ্গলবার বন্ধ থেকেছে-দেশটি এখন আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার IMF-কে দেয় এক শ’ আশি কোটি ডলার ঋণদায় পরিশোধে অপারগ অবস্থায় নীত হচ্ছে পুরোদস্তুরভাবে।

এই যে দেশটির অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতি, এমতাবস্থায় গ্রীসের অর্থ মন্ত্রণালয় বলছে-দেশের পেনসনভোগিরা, যাঁদের অধিকাংশেরই মেশিন থেকে টাকা তোলার ATM Card নেই তাঁরাও যাতে মাসিক পেনশনের টাকা তুলতে পারেন সে লক্ষে সারা দেশের প্রায় হাজার খানেক ব্যাঙ্ক-শাখা খোলা রইবে।

য়ুরোপের প্রনীত নতুন প্রস্থের এক কৃচ্ছ্রতা ব্যবস্থা অনুসরণ করা নিয়ে গ্রীসে পাঁচ জুলাই একটা গণভোট হওয়ার কথা-প্রধানমন্ত্রী এ্যালেক্সিস সীপ্রাস যে গণভোট অনুষ্ঠানের বিরোধী।

সোমবার মি:সীপ্রাস বলেছেন-রবিবারের গণভোটে ফলাফল যাই হোক তার প্রতি শ্রদ্ধাশীল থেকেও,তাঁর অতি-বামপন্থী সরকার নতুন ঐ কৃচ্ছ্রতা ব্যবস্থা বাস্তবায়ন করবে না। য়ুরোপের ঋণদাতারা-ঋন দায়ি সংস্থাগুলো চাইছে শত শত কোটি ডলার অঙ্কের সংকট-মোচন অর্থের বিনিময়ে গ্রীসকে কৃচ্ছ্রতার ঐ সংষ্কার মানতে হবে অবশ্যই।

XS
SM
MD
LG