অ্যাকসেসিবিলিটি লিংক

জার্মান চান্সেলার এ্যাঙ্গেলা মার্কেল বলেছেন-গণভোটের আগে গ্রীসের সঙ্গে ঋন নিয়ে কোনো আলোচনা নয়


ঋণ সংকট কবলিত গ্রীস এখন তার ঋণদাতারা যে আরো কৃচ্ছ্রতার দাবি জানিয়েছে সে দাবি পূরণ পানেই এগিয়ে চলেছে। এ নিয়েই গ্রীসে গণভোট হবে রবিবার দিন । এ গণভোটের আগে আর কোনো কথাবার্তা হবার সম্ভাবনা নাকচ করেছেন য়ুরোপিয় নেতারা।

গ্রীক প্রধানমন্ত্রী এ্যালেক্সীস সীপ্রাস আন্তর্জাতিক ঋণদাতাদের কাছে লেখা চিঠিতে বলেছেন- নতুন সংকট মোচন কর্মসূচীর শর্ত বাবদে যাই বলা হয়েছে গ্রীস তার বেশির ভাগই মানার জন্যে তৈরি রয়েছে।

তবে, জার্মান চান্সেলার এ্যাঙ্গেলা মার্কেল বার্লীনে তাঁর দেশের সংসদে বলেছেন- গণভোটের জন্যে আমাদের অপেক্ষা করতে হবে-গণভোটের আগে নতুন কোনো ঋন সহায়তা নিয়ে কোনো কথা হবে না।

তবে গ্রীসের অর্থনৈতিক ডামাডোল পরিস্থিতির কারনে য়ুরোপের ১৯ জাতি য়ুরো মুদ্রা অঞ্চল বিনাশ হবে, এহেন কোনো ধারনার কথা প্রত্যাখ্যান করেছেন এ্যাঙ্গেলা মার্কেল।

XS
SM
MD
LG