অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রীক ভোটাররা নতুন সরকার নির্বাচনের জন্য রবিবার ভোট দিচ্ছে


Greece Election
Greece Election

গ্রীক ভোটাররা নতুন সরকার নির্বাচনের জন্য রবিবার ভোট দিচ্ছে। সে দেশে ভোটাররা কয়েক বছর ধরে অর্থনৈতিক সঙ্কট, ইউরোপিয়ানদের আরোপিত কৃচ্ছ্রসাধন এবং রাজনৈতিক অস্থিরতায় ভুগছে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে সাবেক প্রধানমন্ত্রী Alexis Tsipras এর নেতৃত্বে বামপন্থী সিরিজা পার্টি এবং Vangelis Meimarakis এর রক্ষনশীল New Democracy party। এই নির্বাচন হচ্ছে এবছর গ্রীসে তৃতীয় জাতীয় নির্বাচন। বর্তমানে নির্বাচন হওয়ার কারণ হচ্ছে সিপরাস গত মাসে পদত্যাগ করেন। তিনি মাত্র সাত মাস ক্ষমতায় ছিলেন। ইউরোপীয় ঋণদানকারীরা ঋণের বিনিময়ে যে কঠিন কৃচ্ছ্রসাধনের ব্যবস্থা করে তার বিরোধিতার প্রতিশ্রুতি দিয়েছিলেন সিপরাস।

কিন্তু ওই প্রতিশ্রুতি সত্বেও এবং জুলাই মাসে এক গণ ভোটে গ্রীক ভোটাররা কৃচ্ছ্রসাধনের শর্ত প্রত্যাখ্যা করা সত্বেও, সিপরাস গত মাসে ৯ হাজার ৮শো কোটি ডলারের ঋণ গ্রহন করে।

XS
SM
MD
LG