অ্যাকসেসিবিলিটি লিংক

রোববারের গণভোটের রায় ইউরোপীয় ইউনিয়নের শর্তের পক্ষে গেলে পদত্যাগ করবো : গ্রীক অর্থমন্ত্রী


গ্রীক অর্থমন্ত্রী Yanis Varoufakis বলছেন ইউরোপীয় ঋণদাতাদের দাবি অনুযায়ী অর্থনৈতিক সংকট থেকে গ্রীসের উদ্ধার পরিকল্পনার শর্তগুলো যদি রোববারের গণভোটে অনুমোদিত হয় , তা হলে তিনি পদত্যাগ করবেন।

ব্লুমার্গের সঙ্গে আজ এক টেলিভিশন সাক্ষাৎকারে Varoufakis বলেন যে রোববারে গ্রীস যদি ইউরোপীয় ইউনিযনের ঋণদাতাদের উদ্ধার প্রস্তাব মেনে নেয় তা হলে তিনি পর দিন থেকে আর সে দেশের অর্থমন্ত্রী থাকবেন না। Varoufakis বলেন তিনি আশা করছেন গ্রীস এই উদ্ধার প্রস্তাব নাকচ করে দেবে । এই প্রস্তাবে আরও সাহায্যের বিনিময়ে করবৃদ্ধি এবং ব্যয় সংকোচনের শর্ত রয়েছে। তিনি বলেন এমন কোন চুক্তি সই করার আগে তিনি বরঞ্চ তাঁর নিজের হাত কেটে ফেলবেন, যেখানে গ্রীসের ঋণ ঢেলে সাজানোর কোন প্রস্তাব নেই।

বুধবার গ্রীক প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস বলেন যে রোববারের গণভোটের পরিকল্পনা তিনি বহাল রাখছেন তবে তাঁর সরকার এর আগে যে শর্তগুলো নাকচ ক দিয়েছিল এখন তারা সেই সব শর্ত মানতে রাজি আছেন । তবে এর জবাবে জার্মান চান্সালার আঙ্গেলা মার্কেল আবার ও বলেন যে রোববারের গণভোটের ফলাফল না হওয়া পর্যন্ত আরও কোন আলোচনা হবে না সেটা পরিস্কার।

XS
SM
MD
LG