অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে গুম হচ্ছেন মুক্তবুদ্ধি চিন্তকেরা : নিরাপত্তা নিয়ে উদ্বেগ


পাকিস্তানে চারজন ধর্মনিরপেক্ষ সক্রিয়বাদী এবং ব্লগারের সন্ধান কাজে কোন অগ্রগতি হয়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ইসলামাবাদসহ কয়কেটি শহর থেকে এক সপ্তা আগে রহস্যজনক ভাবে তারা উধাও হয়ে যায়।

সেখানকার অভ্যন্তরীন বিষয়ক মন্ত্রী নিসার আলী খান সংবাদদাতাদের বলেন যে নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগ এই বিষয়টির প্রতি পুরোপুরি নজর দিয়েছে এবং তাদের উদ্দেশ্য বের করার চেষ্টা করছে । তারা এই নিখোঁজ লোকদের সন্ধান করে যথাশিগগির সম্ভব তাদের পরিবারের কাছে ফেরৎ পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে এ সপ্তার গোড়ার দিকে ইসলামাবাদ থেকে আরেকজন ব্লগারের অপহরণ হবার অভিযোগ সম্পর্কে মন্ত্রী কোন কিছুই নিশ্চিত করেননি। বাহ্যত এই সব অপহরণের ঘটনা ঘটে ৪ঠা থেকে ৭ই জানুয়ারির মধ্যে। সেই থেকে আজ পর্যন্ত কোন গোষ্ঠিই এর দায় স্বীকার করেনি।

স্থানীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠিগুলো সন্দেহ করছে যে এই সব সক্রিয়বাদীদের হয় ধর্মীয় উগ্রবাদীরা অথবা পাকিস্তানি নিরাপত্তা বাহিনীই ধরে নিয়ে গেছে কারণ তারা ইন্টারনেটের মাধ্যমে ইসলামপন্থি গোষ্ঠিগুলোর বিরুদ্ধে এবং সরকারের সন্ত্রাস বিরোধী নীতির সমালোচনা করে মত প্রকাশ করছিল।

XS
SM
MD
LG