অ্যাকসেসিবিলিটি লিংক

টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে গোলাগুলি


টেক্সাসের ফোর্ট হুড সেনা ঘাঁটিতে কর্তৃপক্ষ বলছে যে সেখানে বন্দুকের গুলি চলেছে এবং একাধিক লোকের হতাহতের খবর পাওয়া গেছে।

ঐ বিশাল ঘাটিতে কর্মকর্তারা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেওয়া বুধবারের এই গোলাগুলির প্রাথমিক খবরের সত্যতা নিশ্চিত করেছেন। ২০০৯ সালে সেখানে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। টেক্সাসের কংগ্রেসম্যান জন কার্টার সহ যুক্তরাষ্ট্রের বহু কর্মকর্তা কম পক্ষে
একজনের নিহত হবার এবং আরও ১৪ জনের আহত হবার খবর জানাচ্ছেন। । এ ব্যাপারে একাধিক খবর পাওয়া যাচ্ছে যে , যে সন্দেহভাজ লোকটি গুলি চালাচ্ছিল সে ও নিহত হয়েছে।

শিকাগো থেকে প্রেসিডেন্ট বারাক ওবামা এ ঘটনায় তাঁর শোক প্রকাশ করে বলেন যে এ রকম ঘটনা আবার ঘটেছে জেনে আমাদের মন ভেঙ্গে গেছে। তিনি আহত এবং তাদের পরিবারের কথা উল্লেখ করে বলেন যে যে তারা মুক্তির জন্যে অনেক বেশি ত্যাগ স্বীকার করেছেন। তিনি বলেন যে পরিস্থিতি এখন ও তরল এবং তাঁরা নিবীড় ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

বন্দুক যুদ্ধের প্রথম প্রতিবেদনের পর টেলিভিশন ফুটেজে দেখা গেছে যে মিলিটারি পুলিশ ঐ ঘাটিটিঁ সন্ধানের সময়ে আকাশে হেলিকপ্টার দেখা যায়। নিকটবর্তী অসামরিক পুলিশ ও যানবাহনে তল্লশি কাজ চালায় এবং ঐ ঘাঁটির চতুর্দিক বন্ধ করে দেয়।
XS
SM
MD
LG