অ্যাকসেসিবিলিটি লিংক

প্রাক্তন পর্তুগিয কলোনী গোয়া থেকে বহু মানুষ ভারতীয় পাসপোর্ট ত্যাগ করে পর্তুগিয পাসপোর্ট নিচ্ছেন


গোয়ার রৌদ্রোজ্বল সমুদ্র তটের আকর্ষণ ত্যাগ করে এ বছর দিনে প্রায় নয় জন করে গোয়ার অধিবাসী ভারতীয় পাসপোর্ট ত্যাগ করে পর্তুগালের পাসপোর্ট নিয়েছেন। ২০১৪-র চেয়ে অঙ্কটা দ্বিগুণ। কেন এই পর্তুগিজ পাসপোর্টের জন্য উতসাহ? ১৯৬১ সাল পর্যন্ত গোয়া ছিল ভারতে পর্তুগিজ কলোনি। পর্তুগিজ নিয়ম অনুসারে, ১৯৬১-র আগে পর্যন্ত গোয়ায় জন্ম হওয়া সব ভারতীয় নাগরিক এবং তাঁদের তৃতীয় প্রজন্ম পর্যন্ত চাইলেই পর্তুগিজ পাসপোর্ট পেতে পারেন। যাঁরা পাসপোর্ট বদল করছেন, তাঁদের আসল গন্তব্য পর্তুগাল নয়, ও দেশে একবার ঢুকে গিয়ে ইওরোপীয় ইউনিয়নের অন্তর্গত ২৮টি দেশে অনায়াস যাতায়াত। কাজকর্মের অনেক সুবিধে। বরাবরই এই প্রাক্তন পর্তুগিজ কলোনীর অধিবাসীদের মধ্যে পাসপোর্ট বদলের ঝোঁক ছিল। সম্প্রতি সেটা বেড়ে দিয়েছে ভারতের তুলনায় ইওরোপে কাজকর্মের ঢের বেশি সুযোগ নিতে। গোয়ার মানুষেরা বলেন, এ জন্য তাঁদের ভারত-বিরোধী ভাবা ঠিক হবে না। যদি ভারত দ্বৈত পাসপোর্টের সুযোগ দিত, তাহলে তাঁরা একই সঙ্গে ভারত ও পর্তুগালের নাগরিকত্ব বজায় রাখতেন।

please wait
Embed

No media source currently available

0:00 0:01:07 0:00

XS
SM
MD
LG