অ্যাকসেসিবিলিটি লিংক

জম্মু-কাশ্মিরে মুফতি মহম্মদ সৈয়দের মৃত্যুর পরে নতুন মুখ্যমন্ত্রি হবেন তাঁরই কন্যা মেহবুবা মুফতি


জম্মু-কাশ্মির রাজ্যে মুখ্যমন্ত্রি মুফতি মহম্মদ সৈয়দের মৃত্যুর পরে নতুন মুখ্যমন্ত্রি যে হবেন তাঁরই কন্যা মেহবুবা মুফতি, সে ব্যাপারে কোনও সংশয় না থাকলেও গত কয়েক দিনের ঘটনা প্রবাহে রাজনৈতিক পট পরিবর্তনের একটা সম্ভাবনা উঁকি দিচ্ছে। এত দিন বিজেপির সঙ্গে মুফতি জোট বেঁধেছিলেন অনেক দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে। কিন্তু মেহবুবা নতুন করে ভাবছেন, পুরনো শত্রু বিজেপিকেই কি জোট সঙ্গী হিসেবে বেছে নেবেন? মুফতির যে রাজনৈতিক প্রাজ্ঞতা ও গুরুত্ব ছিল, ততটা মেহবুবার নেই। সেই সুযোগে বিজেপি মেহবুবাকে চাপে রাখতে চাইতে পারে। অন্য দিকে কংগ্রেস নতুন করে মেহবুবার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা শুরু করেছে। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী শোকজ্ঞাপনের সুবাদে মেহবুবার সঙ্গে দেখাও করে গেছেন। এসেছেন বিজেপি নেতা নীতিন গড়করিও। মেহবুবার দলে বিজেপির সঙ্গে জোট নিয়ে একটা বিরোধিতা তো আগে থেকেই রয়েছে। কাজেই কংগ্রেসের সঙ্গে জোট গড়বার একটা বিকল্প সম্ভাবনা কিন্তু উড়িয়েও দেওয়া যাচ্ছে না। সোনিয়া আর গড়করি শোকজ্ঞাপন ছাড়াও নিজেদের সাক্ষাতের সময় রাজনৈতিক সম্ভাবনা খতিয়ে দেখেছেন কি না, সে সম্পর্কে রাজনৈতিক মহলে জল্পনার শেষ নেই।গৌতম গুপ্তের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:00:51 0:00

XS
SM
MD
LG