অ্যাকসেসিবিলিটি লিংক

জলবায়ু সম্মেলনের চুক্তি নিয়ে ভারত সামগ্রিক ভাবে সন্তোষ প্রকাশ করলেও উদ্বেগও রয়েছে


প্যারিসে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের শেষে যে খসড়া চুক্তি সই হয়েছে, তা নিয়ে ভারত সামগ্রিক ভাবে সন্তোষ প্রকাশ করলেও উদ্বেগের কারণও রয়ে গিয়েছে। ভারতের মত উন্নয়নশীল দেশগুলির জলবায়ুর উন্নতির জন্য সাহায্য দেওয়ার কথা উন্নত দেশগুলির। কিন্তু শর্ত হল, একটা নির্দিষ্ট হারে কমিয়ে যেতে হবে গ্রিনহাউস গ্যাসের নির্গমন। ভারতের গ্রিনহাউস গ্যাস নির্গমনের অনেকটাই আসে কয়লা-নির্ভর বিদ্যুত উতপাদন কেন্ত্রগুলি থেকে। সুতরাং দ্রুত কমাতে হবে কয়লা-নির্ভর বিদ্যুত উতপাদন। ভারত বলছে, এখন তার মোট বিদ্যুত উতপাদনের ৬১% কয়লা-নির্ভর। দেড় দশক পরে, ২০৩১-৩২ সালে তা ৫৭ শতাংশে কমিয়ে আনা হবে। কিন্তু এখন দেশের মোট বিদ্যুত উতপাদন ক্ষমতা ২.৬ লক্ষ মেগাওয়াট, ১৫ বছর পরে তা ৮ লক্ষ মেগাওয়াটে পৌঁছনোর লক্ষ্য। কাজেই আন্তর্জাতিক প্রত্যাশা পূরণ করতে পারবে না ভারত। এই কারণে দেশে জলবায়ুর উন্নতির জন্য যে প্রত্যাশিত অর্থ সাহায্য, তা না পেলে সমস্যায় পড়ে যাবে ভারত। গৌতম গুপ্তের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG