অ্যাকসেসিবিলিটি লিংক

বিনিময়ের পরে বাংলাদেশী ছিটমহল থেকে ১৫,৮০০ জন ও ভারতীয় ছিটমহলগুলি থেকে ৯৮০ জন ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন


কয়েক মাস আগে ভারত আর বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময়ের পরে ভারতে বাংলাদেশী ছিটমহল থেকে ১৫,৮০০ জন ও বাংলাদেশে ভারতীয় ছিটমহলগুলি থেকে ৯৮০ জন ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। কিন্তু আইনি খুঁটিনাটির কারণে এঁরা এখনও ভোটাধিকার পান নি। এঁদের জন্য ভোটাধিকার নিশ্চিত করবার জন্য সংসদে আইন বদল করতে হবে। এঁরা ভোটার হবেন চারটি বিধানসভা কেন্দ্রের - মেখলিগঞ্জ, মাথাভাঙা, সিতাই আর দিনহাটা। এই ভোটারদের মধ্যে কে কে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত, তা জেনে নেওয়ার পরেই বোঝা যাবে, নতুন ভোটারদের অন্তর্ভুক্তির ফলে ভোটকেন্দ্রগুলির মূল চরিত্র বদল হবে কিনা। আরও জানবার বিষয়, নতুন ভোটারদের কারণে চার ভোটকেন্দ্রের ভোটার সংখ্যায় ১০ শতাংশের বেশি অদল-বদল ঘটবে কিনা। আশা করা হচ্ছে, এই প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত এগোবে ও পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই তা শেষ করে ফেলা যাবে।

please wait
Embed

No media source currently available

0:00 0:00:51 0:00

XS
SM
MD
LG