অ্যাকসেসিবিলিটি লিংক

কাবুলে অপহৃতা আগা খান ফাউন্ডেশনের কলকাতার মেয়ে জুডিথ ডিসুজা এখনো লাপাত্তা


সেই বৃহস্পতিবার রাতে কাবুলের রাজপথ থেকে অপহৃতা হয়েছিলেন কাবুলে আগা খান ফাউন্ডেশনে কর্মরতা কলকাতার মেয়ে জুডিথ ডিসুজা। তাঁর কোনও খবর নেই রবিবারও। কোনও জঙ্গী গোষ্ঠী অপহরণের দায় নিয়ে বিবৃতি দেয় নি, বা, জুডিথের জন্য মুক্তিপণ গেয়েও কোনও ফোন আসে নি ফাউন্ডেশনের দপ্তরে বা জুডিথের বাড়িতে। তাহলে? এ দিকে কলকাতার এন্টালি এলাকায় জুডিথদের বাড়িতে উদ্বেগে প্রহর গুনছেন ওর বৃদ্ধ ও অসুস্থ বাবা-মা, দাদা ও বোন। জুডিথের দাদা প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদিকে বার্তা পাঠিয়েছেন জুডিথকে খুঁজে পেতে ব্যক্তিগত উদ্যোগ নিতে। অাফগান কর্তৃপক্ষ আর কাবুলের ভারতীয় দূতাবাসের ধারণা, কোনও মাঝারি স্তরের জঙ্গী সংগঠন এই অপহরণটি ঘটিয়েছে। এখন জুডিথের জন্য জোর তল্লাসী চলছে বলে তারা আপাতত ঘাপটি মেরে রয়েছে। মুক্তিপণ চেয়ে ফোন আসবে পরিস্থিতি একটু জুড়িয়ে গেলে, তখন। আপাতত তাই মনের জোর বজায় রেখে কখন টেলিফোন আসে, তার জন্য অধীর অপেক্ষা।গৌতম গুপ্তের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:00:56 0:00

XS
SM
MD
LG