অ্যাকসেসিবিলিটি লিংক

স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়ায় আপত্তি তোলা হয়েছে গানটি মুসলীম বিরোধী এ কথা বলে- জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।


স্বাধীনতার আগে ভারতের জাতীয় সঙ্গীত হবে কোন গানটি, এই বিতর্কের সময় বঙ্কিমচন্দ্রের `বন্দে মাতরম` গানটি নিয়ে আপত্তি তুলেছিলেন সে সময়কার মুসলিম নেতারা। কিন্তু শেষ পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত `জনগণমন`গানটিকে জাতীয় সঙ্গীত নির্বাচন করা নিয়ে এত বছর কোনও বিতর্ক ওঠে নি। এ মাসের গোড়ায় উত্তর প্রদেশের এম এ কনভেন্ট স্কুলের মুসলিম মালিক তথা ম্যানেজার জিয়া-উল হক বলে দেন, তাঁর স্কুলে এই গান গাওয়া চলবে না, কেননা, গানটি ইসলাম-বিরোধী। প্রতিবাদে স্কুলের প্রিন্সিপাল ও কয়েক জন শিক্ষক পদত্যাগ করেন। ঘটনাটি জানাজানি হতে সরকার হস্তক্ষেপ করে। এক দিকে বন্ধ করে দেওয়া হয় স্কুলটি, অন্য দিকে জিয়া-কে গ্রেপ্তার করা হয় জাতীয় সঙ্গীতকে অপমান করবার অভিযোগে। দেশের কোনও কোনও হিন্দু মালিকানার স্কুলে সম্প্রতি হিন্দু ধর্মগ্রন্থ গীতার পঠন-পাঠন বাধ্যতামূলক করা হয়েছে। এ যেমন হিন্দু ধর্মান্ধতার নজির, উত্তরপ্রদেশের স্কুলটিতে দেখা গেল ইসলামী ধর্মান্ধতা। সমগ্র ভারতেই যেন ছড়িয়ে পড়ছে সব রকম ধর্মের গোঁড়ামী।গৌতম গুপ্তের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:01:00 0:00

XS
SM
MD
LG