অ্যাকসেসিবিলিটি লিংক

চৌঠা সেপ্টেম্বর মাদার টেরেসাকে ভ্যাটিকানে সেন্ট ঘোষণা করা হবে-রিপোর্ট গৌতম গুপ্তের


আগামী চৌঠা সেপ্টেম্বর মাদার টেরেসাকে ভ্যাটিকানে সেন্ট ঘোষণা করা হবে। তা উপলক্ষ্যে বিদেশমন্ত্রি সুষমা স্বরাজের নেতৃত্বে একটি ভারতীয় প্রতিনিধিদল সেখানে তখন উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রি মমতা বন্দ্যোপাধ্যায়-ও কলকাতা থেকে একটি প্রতিনিধি দল নিয়ে যাবেন ওখানে। কলকাতার আর্চবিশপ টমাস ডিসুজা জানিয়েছেন, ইতিমধ্যে রবিবারই শহরে রোমান ক্যাথলিকদের মহা সম্মেলন শুরু হল, চলবে ৪ নভেম্বর অব্দি। এ ছাড়া, ২৬ থেকে ২৯ অগস্ট কলকাতায় মাদারের সম্পর্কে নির্মিত চলচ্চিত্রের উতসব চলবে। ছবি আসছে ভারত ছাড়াও আমেরিকা, কানাডা, ফ্রান্স, স্পেন আর জাপান থেকে। মাদারের প্রতিষ্ঠিত `শান্তিদান`-এ মাদারের স্মরণে একটি অনুষ্ঠানে হাজির থাকবার কথা মুখ্যমন্ত্রির। আগামী দোসরা অক্টোবর নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারী আর রাজ্যের রাজ্যপাল কে. এন. ত্রিপাঠীর।গৌতম গুপ্তের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:01:01 0:00

XS
SM
MD
LG