অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানী জঙ্গীদের আক্রমণে ১৯সেনার মৃত্যুর পরে সেনাবাহিনি বলছে,সামরিক প্রত্যুত্তর দেওয়া দরকার


কাশ্মিরের উরিতে ভারতীয় সেনা ছাউনিতে পাকিস্তান থেকে আসা জঙ্গীদের আক্রমণে ১৯ জন সেনার মৃত্যুর পরে সেনাবাহিনি সরকারকে বলছে, এ বার একটা সামরিক প্রত্যুত্তর দেওয়া দরকার। রাজনৈতিক নেতারা এবং সাধারণ মানুষের মনেও প্রশ্ন, কত দিন ভারত এই জঙ্গী উতপাত সহ্য করবে? সীমান্ত বরাবর স্থল ও বায়ুসেনা ঘাঁটিগুলিকে চূড়ান্ত প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আবার প্রত্যুত্তর দিতে গিয়ে যেন পুরোদস্তুর যুদ্ধ বেধে না যায়, তাও দেখতে হবে সরকারকে। কাশ্মিরের মুখ্যমন্ত্রি মেহবুবা মুফতি বলেছেন, পাকিস্তান তো প্রায় যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করেছে। বিজেপি নেতা রাম মাধবের মন্তব্য, ওরা আমাদের দাঁত ভাঙতে এলে আমরা ওদের চোয়াল ভেঙে দেব। সামরিক ব্যবস্থা নিলে ভারতের দুটি বিকল্প - সীমান্ত পেরিয়ে ও পারের জঙ্গী প্রশিক্ষণ ক্যাম্প ভেঙে দিয়ে আসা, অথবা, এ পার থেকে অবিরাম গোলাগুলি চালিয়ে ক্ষয়ক্ষতি ঘটানো। এ বার কিছু একটা করে পাকিস্তানকে জবাব দিতে চাইছে ভারত।গৌতম গুপ্তের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:01:03 0:00

XS
SM
MD
LG