অ্যাকসেসিবিলিটি লিংক

সেনা নামানোর পরে গুজরাট এখন শান্ত


সেনা নামানোর পরে গুজরাট এখন শান্ত। কিন্তু প্যাটেল আন্দোলনের নেতা, হার্দিক প্যাটেলের হুমকি, পুলিশের গুলিতে নিহত সাত আন্দোলনকারীর পরিবারকে মাথা পিছু ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। এ ছাড়া, গুলি চালিয়েছিল যে পুলিশেরা, তাদের সাসপেন্ড করতে হবে। দাবি না মানলে গুজরাটের মধ্যে ও অন্য রাজ্যে দুধ ও তরি-তরকারি সরবরাহ বন্ধ করে দেবে প্যাটেলরা। উল্রেখ্য, দুধের ব্যবসা প্যাটেলদেরই নিয়ন্ত্রনে। পুলিশের আচরণের নিন্দা করে গুজরাট হাইকোর্ট বলেছে, দাঙ্গাকারীদের সঙ্গে পুলিশের কাজের কোনও তফাত ছিল না। সরকার ক্ষতিপূরণ নিয়ে কোনও মন্তব্য না করলেও দুধ-সবজি সরবরাহে ব্যাঘাত করলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:45 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG