অ্যাকসেসিবিলিটি লিংক

এক রিপোর্টে বলা হয়েছে হামাস, গাজা সংঘাতের সুযোগ নিয়েরাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছে


A Palestinian boy rests on an old armchair in front of a dilapidated house on May 22, 2015 in Gaza City.
A Palestinian boy rests on an old armchair in front of a dilapidated house on May 22, 2015 in Gaza City.

একটি আন্তর্জাতিক মানবাধিকার নজরদারী সংগঠন বলেছে গত বছর ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় চরমপন্থী গ্রুপ হামাস, অপহরণ, নির্যাতন এবং গাজা ভূখন্ডে ফিলিস্তিনীদের হত্যা করে যুদ্ধ অপরাধ করেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশানেল বুধবার প্রকাশিত এক রিপোর্টে বলেছে সশস্ত্র সংঘাতের সময় গাজা নিয়ন্ত্রণকারী হামাস প্রায় ২৩জন ফিলিস্তিনীকে গুলি করে হত্যা করে এবং বিপুল সংখ্যক মানুষকে গ্রেপ্তার ও নির্যাতন করে।

রিপোর্টে বলা হয় যে ফিলিস্তিনীদের লক্ষ্য করে ওই হত্যাকান্ড চালানো হয়, তারা ছিল হামাসের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অথবা তাদের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করার অভিযোগ ছিল।

XS
SM
MD
LG