অ্যাকসেসিবিলিটি লিংক

হামাস ইসরাইলের সঙ্গে সম্পর্ক শিথিল করার কথা বলেছে


গাজায় ইসলামপন্থী জঙ্গী গোষ্ঠি হামাস তাদের নতুন নীতিমালা প্রকাশ করেছে যাতে ইসরাইলের সঙ্গে সম্পর্ক শিথিল করার কথা বলা হয়েছে।

তবে পশ্চিম তীরের বেশির ভাগ অঞ্চলের শাষণ যদের হাতে সেই ইসরাইল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ ঐ নতুন নীতিমালায় সন্দেহ প্রকাশ করে বলেছে কিছুই পরিবর্তিত হয়নি।

হামাস বলেছে তারা ইসরাইল ষ্টেটের ধ্ধংস চাওয়া থেকে সরে এসেছে। ইসরাইলের অংশসহ ফিলিস্তিনি রাষ্ট্রের যে দাবী তাদের ছিল তা থেকেও তারা সরে এসে পশ্চিম তীর গাজা ও পূর্ব জেরুজালেম নিয়ে ১৯৬৭ এর পূর্বের যে অবস্থা ছিল তা নিয়ে একটি ট্রানজিশনাল ষ্টেট বা রাষ্ট্র গঠনের পক্ষে তারা।

XS
SM
MD
LG