অ্যাকসেসিবিলিটি লিংক

ঋন সংকট কবলিত গ্রীসের রানৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন অর্থনীতিবিদ ডক্টর হাসান ইমাম


গ্রীসের প্রধানমন্ত্রী বলছেন - নতুন জোট সরকার গঠন বিষয়ে অচিরেই কথাবার্তা শুরু হবে এবং ওভাবেই তহবিল উদ্ধার সূরক্ষা অব্যাহত রইবে বলে মনে করেন তিনি । ইতিমধ্যেই সংসদ প্রধানমন্ত্রী প্যাপেনদ্রু অনাস্থা ভোটের হাত থেকে রক্ষা পেয়েছেন । বিশ্লেষকেরা মনে করছেন অর্থনীতিক বিপর্যষ আরো মারাত্মক আকার ধারন করবার আগে গ্রীসের রাজনীতিবীদদের ত্বরিত পদক্ষেপ গ্রহন অতীব গুরুত্বপূর্ন । ডক্টর হাসান ইমামও মনে করেন , এক্ষেত্রে সময় অবশ্যই একটা গুরুত্বপুর্ণ ফ্যাক্টর । বলেন - গ্রীসের অর্থনীতি আরো সংকটাপন্ন আলে তা যুক্তরাষ্ট্র তথা সারা বিশ্বের অর্থনীতিকে প্রভাবিত করতে পারে । বিশ্ব ব্যাঙ্কের সাবেক অর্থনীতিবীদ ডক্টর হাসান ইমামের সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।

XS
SM
MD
LG