অ্যাকসেসিবিলিটি লিংক

গুপ্ত হতা ও উগ্রবাদের বিরুদ্ধে হাসিনার আহ্বান


বাংলাদেশে বর্তমানে যে গুপ্তহত্যা চলছে তা বন্ধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েপ্রধানমন্ত্রী শেখ হাসিনা এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং তাদের ধরিয়ে দিতে জনগণের প্রতি আহ্বান জানান।

ঢাকায় বুধবার তাঁর সাম্প্রতিক সৌদি আরব, জাপান ও বুলগেরিয়া সফরের অর্জন তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন বেশ কয়জন হত্যাকারীকে আটক করেছে এবং বাকিদের ধরতে সব ধরেনের প্রচেষ্টা আব্যাহত রয়েছে ।

বাংলাদেশ এগিয়ে যাক যারা তা চায়না এবং দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য তারাই একের পর এক গুপ্তহত্যা ঘটিয়ে যাচ্ছে বলে শেখ হাসিনা দাবী করেন ।

সৌদি নেতৃত্বে সন্ত্রাসবাদ বিরোধী সামরিক জোটে বাংলাদেশের অংশগ্রহণের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী যেকোনো উদ্যোগে বাংলাদেশ সহযোগিতা করবে। এখন পর্যন্ত ৪০টি দেশ জোটে অংশ নিয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন সৌদি আরবে পবিত্র ধর্মীয় স্থাপনা সমূহের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনে সামরিক সহায়তা দেবে বাংলাদেশ।

please wait

No media source currently available

0:00 0:01:05 0:00

XS
SM
MD
LG