অ্যাকসেসিবিলিটি লিংক

যুদ্ধাপরাধের বিচারে নিরপেক্ষতার প্রয়োজন পূরণে মহাজোট সরকার দায়বদ্ধ – বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


ভয়েস অফ আমেরিকার সরকার কবীরুদ্দিন নিউ ইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতকার নিচ্ছেন ।
ভয়েস অফ আমেরিকার সরকার কবীরুদ্দিন নিউ ইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতকার নিচ্ছেন ।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক আসেন।

সে সময় ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগ তাঁর একটি একান্ত সাক্ষাত্কার নেয়। এর আগে প্রধানমন্ত্রী থাকাকালে দু’হাজার সালে শেখ হাসিনা নিউইয়র্ক এসেছিলেন এবং জাতিসংঘের সহশ্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণকালে তিনি ঐ প্রক্রিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট ছিলেন। এবার দু’হাজার দশ সালে সাধারণ পরিষদের ৬৫ তম অধিবেশন চলাকালে আবার যখন ঐ সহস্রাব্দ উন্নয়ন লক্ষমাত্রা বা MDG-র গত এক দশকের অর্জন বিষয়ে মাত্রা নির্ণয়ের উদ্যোগ নেওয়া হয়, তখন আবার তিনি এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট হন। এ প্রসঙ্গে তিনি জানান – দেশ কাল ভেদে , বিভিন্ন প্রেক্ষিতের নিরিখে এ অর্জনের রকমফের হয়ে থাকতে পারে তবে এ লক্ষ্যমাত্রার বিশেষ চারটি ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং শিশু মৃত্যুর হার হ্রাস করতে পারায় বাংলাদেশ জাতিসংঘের কাছ থেকে পুরস্কারও লাভ করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাজোট সরকারের ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এবং ডিজিটাল বাংলাদেশ নিয়ে আলোচনা করেন, যুদ্ধাপরাধের বিচার এবং বিচার ব্যবস্থাকে পক্ষপাতহী্ণ করার জন্য যে জবাবদিহিতা-স্বচ্ছতা এবং নিরপেক্ষতার প্রয়োজন তা পূরণে মহাজোট সরকারের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী এশিয়ায় তথা দক্ষিন এশিয়ার বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কথা বলেন – যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের দৃপ্ত অগ্রযাত্রার উল্লেখ করেন। বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডে প্রবা্সী বাঙ্গালীদের বিশেষ অবদানের জন্যে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

XS
SM
MD
LG