অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘের পরিবেশ বিষয়ক ‘চ্যাম্পিয়নস অফ দি আর্থ’ পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা


জাতিসংঘের পরিবেশ বিষয়ক ‘চ্যাম্পিয়নস অফ দি আর্থ’ পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ইউএনইপি সোমবার জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় নেতৃত্বের জন্য পলিসি লিডারশীপ ক্যাটাগরিতে ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ পুরস্কারের বিজয়ী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ঘোষণা করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রে জানা গেছে নিউ ইয়র্কে আগামী ২৭ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে শেখ হাসিনার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। পরিবেশ নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে ২০০৪ সাল থেকে প্রতিবছর চারটি ক্যাটাগরিতে ‘চ্যাম্পিয়ন অফ দি আর্থ’ পুরস্কার দিয়ে আসছে ইউএনইপি। এবছর সেখ হাসিনা ছাড়াও যারা এ পুরষ্কার পাচ্ছেন তারা হচ্ছেন ইনসপিরেশন অ্যান্ড অ্যাকশন ক্যাটাগরিতে দক্ষিণ আফ্রিকার বন্যপ্রাণী রক্ষাকর্মীদের দল ব্ল্যাক মামবা এপিইউ, সায়েন্স অ্যান্ড ইনোভেশন ক্যাটাগরিতে ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি এবং এন্টারপ্রেনারিয়াল ভিশন ক্যাটাগরিতে ব্রাজিলের প্রসাধনী প্রস্তুতকারক কোম্পানি নেটুরা এ পুরস্কার পাচ্ছে।

জহুরুল আলম
ঢ।কা, বাংলাদেশ

please wait
Embed

No media source currently available

0:00 0:01:01 0:00

XS
SM
MD
LG