অ্যাকসেসিবিলিটি লিংক

সংক্রামক রোগ: এর কারণ ও প্রতিকার


সারা পৃথিবীতে প্রতিনিয়তই মানুষ নানা ধরণের সংক্রামক ব্যাধির মুখোমুখি হচ্ছে। কিছু সময় এই সব রোগের কারণ এবং প্রতিকারেও মানুষ অসহায় হয়ে পরে এবং বিশেষজ্ঞদেরও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। গত কয়েক বছরে আমরা ইবলা ভাইরাসের মত মারাত্মক রোগের সম্মুখীন হয়েছি তারপর জিকা ভাইরাস তারও আগে এইচআইভি। এছাড়াও বিশেষ মৌসুমেও নানা রকম রোগ হয়ে থাকে--- এ বিষয়টি নিয়েই আজকের হ্যালো ওয়াশিংটন।

please wait
Embed

No media source currently available

0:00 0:43:30 0:00


আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় “সংক্রামক রোগ এর কারণ ও প্রতিকার।” আলোচনায় যোগ দিয়েছিলেন ৩জন বিশিষ্ট অতিথি, ঢাকা থেকে ডঃ মাহমুদুর রাহমান, Institute of Epidemiology Disease Control and Researchবা IEDCRএবং National Influenza Center in Bangladesh এর সাবেক অধ্যাপক এবং পরিচালক।
কলকাতার NRS Medical College and North Bengal Medical College-রচিকিৎসক ডঃ বিজয় কুমার সাহা। আর নিউ জার্সি থেকে যোগদেন এ এস এম জিয়া-উল হক।লেগেসি ট্রিটম্যান্ট সার্ভিসের পরিচালক। বিস্তারিত অনুষ্ঠান শোনার জন্য অডিওতে চাপ দিন।

XS
SM
MD
LG