অ্যাকসেসিবিলিটি লিংক

স্বাধীনতার তেতাল্লিশ বছর : প্রত্যাশা , প্রাপ্তি ও চ্যালেঞ্জ


বাংলাদেশের মুক্তিযুদ্ধের সব শহীদদের তাঁদের স্বজনদের এবং যাঁরা গোটা স্বাধীনতার প্রক্রিয়ায় তাদেঁর অবদান রেখেছেন , নির্যাতিত হয়েছেন , প্রতিরোধ গড়ে তুলেছেন তাদেঁর সবার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি , শ্রোতাদের জিজ্ঞাসা ও আমাদের প্যানেলিস্ট অতিথিদের সরাসরি জবাবের এই আয়োজন , হ্যালো ওয়াশিংটন । আজকের বিষয় , যেমনটি আপনারা একটু আগেই জেনেছেন হয়ত , স্বাধীনতার তেতাল্লিশ বছর : প্রত্যাশা , প্রাপ্তি ও চ্যালেঞ্জ । আজ আমাদের অতিথী প্যানেলে রয়েছেন , ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক , বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক , বিশিষ্ট গবেষক ও লেখক ড সৈয়দ আনোয়ার হোসেন; রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক-গবেষক ও বিশ্লেষক ড মাহবুবুল মোকা্দ্দেম আকাশ । আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়েরই সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের অধ্যাপক, লেখক ও বিশ্লেষক ড কাবেরী গায়েন ।


আজ ছাব্বিশে মার্চ । বাংলাদেশের স্বাধীনতা দিবস। ১৯৭১ সালে বেয়নেটের আঘাতে , বারুদের গন্ধে , লেলিহান আগুনের শিখায় , নিরীহ মানুষের রক্তে ও অশ্রুতে এই দিনের অভ্যূদয় ঘটেছিল। তার পর আরও ন মাস সময় লেগেছে মুক্তির আস্বাদ পেতে। তাই স্বাধীন বাংলাদেশের তেতাল্লিশ বছরের কথা যখন আমরা বলছি , এর প্রত্যাশা , প্রাপ্তি ও চ্যালেঞ্জের হিসেব যখন কষছি , তখন বোধ করি ঐ ন মাসের অবরুদ্ধ বাংলাদেশের চ্যালেঞ্জকে অতিক্রম করে , বাদবাকী সময়ের কথাই বলছি। ক্যালেন্ডারের হিসেবে ৪২ বছর তিন মাস দশ দিন। আজকের অনুষ্ঠানে শ্রোতাদের জিজ্ঞাসা এবং আমাদের অতিথি প্যানেলিস্টদের জবাবের মধ্য দিয়েই আমরা জানবার চেষ্টা করছি প্রত্যাশা , প্রাপ্তি ও চ্যালেঞ্জের কথা।
please wait

No media source currently available

0:00 0:45:20 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG