অ্যাকসেসিবিলিটি লিংক

আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় ছিল “জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন দেশে এর প্রভাব।"


আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় ছিল “জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন দেশে এর প্রভাব।"
বিশ্বব্যাপী উষ্ণায়ণের ফলে জলবায়ুর পরিবর্তন আমরা প্রত্যক্ষ করেছে ২০০৪ সালে ঘটে যাওয়া সুনামিতে বাংলাদেশে ঘটে যাওয়া ঘূর্নীঝড় আইলার বা সিডারের সময়। আমেরিকার সাম্প্রতিকতম ঘটে যাওয়া ঘূর্নীঝড় স্যান্ডি এবং পশ্চিম উপকূল অঞ্চলে দাবাগ্নি ইত্যাদী।

এই সব দূর্যোগের করাল আঘাত নির্দিষ্ট কিছু দেশের ওপরে পরলেও জলবায়ুর পরিবর্তনের প্রত্যক্ষ এবং পরক্ষ প্রভাব বিশ্বব্যাপী পরিলক্ষিত হচ্ছে। কার্বন নিঃস্মরণের ফলে সৃষ্ট অন্যান্য সমস্যাও রয়েছে। এই সব বিষয়েকে ঘিরেই ছিল আমাদের আজকের আলোচনা।
Tahira 4-6-16 Hello Washington Climate Change
please wait

No media source currently available

0:00 0:45:14 0:00
সরাসরি লিংক


অনুষ্ঠানে আমাদের সংগে যোগ দেন বাংলাদেশ এবং পশ্চিম বংগ থেকে দু’জন বিশেষ অতিথি এবং বিশেষজ্ঞ।

পরিবেশ বিজ্ঞানী ডঃ আতিক রহমান বাংলাদেশ সেন্টার ফর এডভান্সড ষ্টাডিসএর নির্বাহী পরিচালক। বর্তমানে তিনি লন্ডনে আছেন সেখান থেকেই তিনি আমাদের সংগে যোগ দেন।



কলকাতা থেকে যোগ দিচ্ছেন রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের এটমোসফিয়ারিক সায়েন্স রিসার্চ গ্রুপের এসোসিয়েট প্রফেসার ডাঃ দেবাশীষ লোহার।

সেই সংগে অনুষ্ঠানে যোগ দিয়েছেন, অনুষ্ঠান শুনেছেন অসংখ্য শ্রোতা। আপনাদের সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পুরো আনুষ্ঠানটি শুনতে অডিওতে চাপ দিন।
Tahira 4-6-16 Hello Washington Climate Change
please wait

No media source currently available

0:00 0:45:14 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG