অ্যাকসেসিবিলিটি লিংক

আজ বুধবার হ্যালো ওয়াশিংটনের বিষয়: সন্ত্রাস দমন ও সাইবার হামলা প্রতিরোধে বিশ্বব্যাপী প্রচেষ্টা।


FILE - A police officer stands outside a house after police arrested three men and three women in a counter-terrorism operation linked to the civil war in Syria, in Portsmouth, southern England, Oct. 14, 2014.
FILE - A police officer stands outside a house after police arrested three men and three women in a counter-terrorism operation linked to the civil war in Syria, in Portsmouth, southern England, Oct. 14, 2014.

আজ বুধবার হ্যালো ওয়াশিংটনের বিষয়: সন্ত্রাস দমন ও সাইবার হামলা প্রতিরোধে বিশ্বব্যাপী প্রচেষ্টা।

আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের তিন বিশেষ অতিথি ছিলেন।

আমাদের সঙ্গে যোগ দেন ড: মোহাম্মদ আবু নাসের। ড: নাসের, স্যাকরামেন্টোতে, ক্যালিফর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে অ্যাসিসটেন্ট অ্যাসিসটেন্ট প্রফেসর।

আমাদের সঙ্গে আরও যোগ দেন সন্ধি মুখার্জী। তিনি প্রাক্তন আইপিএস অফিসার।

আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দেন ড: মনসুর হাসিব। তিনি সাইবার সিকিউরিটি বিষয়ে একজন বিশেষজ্ঞ। তিনি মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ফ্যাকালটি এবং Public Speaker।

শ্রোতারা আজকের হ্যালো ওয়াশিংটনে সন্ত্রাস দমন ও সাইবার হামলা প্রতিরোধে বিশ্বব্যাপী প্রচেষ্টা সম্পর্কে মন্তব্য করেন ও বিভিন্ন প্রশ্ন করেন। বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে লোকজন প্রশ্ন করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন শাগুফতা নাসরিন কুইন।

please wait

No media source currently available

0:00 0:45:22 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG