অ্যাকসেসিবিলিটি লিংক

হ্যালো ওয়াশিংটনের বিষয়: বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট ও উত্তোরণের পথ


সুপ্রিয় স্রোতা বুধবারের নিয়মিত অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই শুনেছেন আজকের বিষয়: বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট ও উত্তোরণের পথ। ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন ষ্টুডিওতে এই মুহুর্তে আপনাদের সঙ্গে আছি আমি সেলিম হোসেন। আর এই বিষয় নিয়ে কথা বলবেন, স্রোতাদের প্রশ্নের উত্তর দেয়ার জন্য আমাদের সঙ্গে আছেন দুজন বিশেষজ্ঞ, বিশ্লেষক; যারা রাজনীতি, সমাজ, অর্থনীতি সহ বলা যায় জীবনের সকল ক্ষেত্র নিয়েই প্রত্যক্ষ কাজ করে অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করেছেন। রয়েছেন নিউইয়র্ক প্রবাসী প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ এবং বাংলাদেশের দা নিউ এইজ পত্রিকার সম্পাদক নুরুল কবীর। বাংলাদেশের এই মুহুর্তের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, আমার মনে হয় না কোন ভুমিকার প্রয়োজন আছে। আমরা মোটামুটিভাবে সকলেই জানি কোথায় কার অবস্থান। তাই সময় ক্ষেপন না করে সরাসরি চলে যাই স্রোতাদের প্রশ্নে।
XS
SM
MD
LG