অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে চলমান গণ-‘অভ্যুত্থান ঊআরব বসন্ত’ নিয়ে আলোচনা


উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে চলমান গণ-‘অভ্যুত্থান ঊআরব বসন্ত’ নিয়ে আলোচনা
উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে চলমান গণ-‘অভ্যুত্থান ঊআরব বসন্ত’ নিয়ে আলোচনা

আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় –‘ উত্তর আফ্রিকা ও মধ্যপ্রচ্যের চলমান গন-অভ্যুত্থান ‘ আরব বসন্ত ’ এখন কোন পথে !

এ প্রসঙ্গে আজকের অনুষ্ঠান শুরু করছি ।আমাদের আজকের এ অনুষ্ঠানের জন্যে অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন-‘ ঢাকা থেকেঢাকা বিশ্বিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের অশ্যাপক ডক্টর আমেনা মহসিন, ক্যানাডার ইয়র্ক য়ুনিভাসিটির অধ্যাপক ডক্টর ফাহিমূল কাদীর এবং ভার্জিনিয়ায় বসবাসরত বাংলাদেশি এ্যামেরিকান অর্থনীতিবীদ ডক্টর এহসান রহমান ।এ তিন অতিথি উত্তরদাতা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে । আর হ্যাঁ এ অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য-বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত – ভয়েস অফ এ্যামেরিকা কতৃপক্ষের ওপর তার দায়দায়িত্ব বর্তাবে না । এখন শুরূ ক’রছি তাহ’লে - সরাসরি চ’লে যাচ্ছি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে । একই প্রশ্ন বা মন্তব্য নিয়ে প্রত্যেক অতিথি উত্তরদাতার কাছে যাওয়া সম্ভব নাও হ’তে পারে । প্রশ্নকর্তারা প্রশ্ন বা মন্তব্য সংক্ষিপ্ত ক’রবেন দয়া ক’রে – উত্তরদাতারাও বক্তব্য দীর্ঘ না ক’রলে বাধিত হবো । আর ভালো কথা । এ অনুষ্ঠানের লক্ষ জ্ঞানানূশীলন-বিশেষ কোনো দেশ-কাল-সমাজ-পাত্র বা ঘটনার প্রতি অঙ্গূলী নির্দেশ নয় - বুদ্ধিদৃপ্ত আলোচনাই কাম্য । এখন তাহ’লে শুরূ ক’রছি । প্রথম কলারের কাছে যাচ্ছি –

(১)কল ক’রছেন সফিউর রহমান কলকাতা থেকে – হ্যালো ?

(২)শাহানা নাসীর কল করছেন ঢাকা থেকে – হ্যালো ।

(৩)নূর মোহাম্মদ দোহা কাতার থেকে কল করছেন – হ্যালো ?

(৪)ঢাকা থেকে রূবাবা আনোয়ার কল করছেন - হ্যালো ?

হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠান প্রচারিত হ’চ্ছে ভয়েস অফ এ্যামেরিকা ওয়াশিংটন থেকে । আমরা আলোচনা ক’রছি –‘ উত্তর আফ্রিকা ও মধ্যপ্রচ্যের চলমান গন-অভ্যুত্থান ‘ আরব বসন্ত ’ এখন কোন পথে’ । আজকের এ অনুষ্ঠানের জন্যে অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন-‘ ঢাকা বিশ্বিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের অশ্যাপক ডক্টর আমেনা মহসিন, ক্যানাডার ইয়র্ক য়ুনিভাসিটির অধ্যাপক ডক্টর ফাহিমূল কাদীর এবং ভার্জিনিয়ায় বসবাসরত বাংলাদেশি এ্যামেরিকান অর্থনীতিবীদ ডক্টর এহসান রহমান ।। বলে রাখা দরকার এ অনুষ্ঠানে শ্রোতাদের মন্তব্য-প্রশ্ন বা অতিথি উত্তরদাতাদের বক্তব্য কোনো কিছুরই দায়দায়িত্ব ভয়েস অফ এ্যামেরিকা কতৃপক্ষের ওপর বর্তাবে না । মন্তব্য-প্রশ্ন – বক্তব্য সবই তাঁদের ব্যক্তিগত মতামতের প্রতিফলন ।(৫)প্রফেসার অমিতাভ বসূ কল করছেন নতুন দিল্লি ভারত থেকে । জ্বি ।(৬)প্রফেসার নাজমা হক কল করছেন ঢাকা বাংলাদেশ থেকে– হ্যালো ।(৭)সৈয়দ মনসূরউদ্দীন লন্ডন থেকে কল করছেন – জি বলুন ।(৮)যশোর বাংলাদেশ থেকে কল করছেন জাহাঙ্গীর আলম – হ্যালো ।হাতে আজ আর সময় নেই । অনুষ্ঠান এখানেই শেষ ক’রতে হ’চ্ছে । ভালো কথা এ হ্যালো ওয়াশিংটন এবং সকল হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানই আমাদের ওয়েব সাইটে শোনা যাবে – আমাদের ওয়েব সাইট www.voanews.com/bangla/hello Washington .শ্রোতাদের সকলকে এবং সেই সঙ্গে বিশিষ্ট তিন অতিথি উত্তরদাতা ঢাকা বিশ্বিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের অশ্যাপক ডক্টর আমেনা মহসিন, ক্যানাডার ইয়র্ক য়ুনিভাসিটির অধ্যাপক ডক্টর ফাহিমূল কাদীর এবং ভার্জিনিয়ায় বসবাসরত বাংলাদেশি এ্যামেরিকান অর্থনীতিবীদ ডক্টর এহসান রহমানকে ধন্যবাদ জানিয়ে সরকার কবীরূদ্দীন আপাতত: এখানেই বিদায় নিচ্ছি – আসছে বুধবারের কল ইন শোতে যোগদানের আমন্ত্রন জানিয়ে । সালাম নমস্কার শুভরাত্রি ।

XS
SM
MD
LG