অ্যাকসেসিবিলিটি লিংক

হেজবোল্লাহ তাদের এক কম্যান্ডরকে হত্যা করার জন্য ইসরায়েলকে দায়ী করেছে


লেবানিজ চরমপন্থী গ্রুপ হেজবোল্লাহ বলেছে বলেছে তাদের একজন কম্যান্ডরকে হত্যা করা হয়েছে। ওই কম্যান্ডারের মৃত্যুর জন্য তারা প্রতিবেশি দেশ ইসরায়েলকে দোষারোপ করছে।


বুধবার এক বিবৃতিতে তারা বলেছে হাসান আল লাকিসকে হত্যা করা হয় যখন তিনি দক্ষিণ বৈরুতে বাড়ি ফিরছিলেন মধ্যরাতে। নিরাপত্তা সূত্রে বলা হয় তিনি গাড়িতে বসে ছিলেন যখন তাকে গুলি করা হয়।

হেজবোল্লাহ বলেছে এর আগে ইসরায়েল বেশ কয়েক বার লাকিসকে হত্যা করতে চেষ্টা করে। ইসরায়েলকেই তার মৃত্যুর জন্য পূর্ণ দায়িত্ব নিতে হবে।

ইসরায়েলী পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র ইগাল পালমোর ইসরায়েলের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন। একটি গ্রুপ যারা নিজেদের আহরার আল সুন্নাহ বালবেক ব্রিগেড বলে পরিচয় দেয়, তারা Twitterএ ওই হত্যার দায় স্বীকার করেছে।
XS
SM
MD
LG