অ্যাকসেসিবিলিটি লিংক

নাসিরনগরে হিন্দু মন্দির এবং ঘর বাড়িতে হামলায় সরকারকে দায়ী করেছে বিএনপি


ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে সংখ্যালঘু হিন্দুদের মন্দির এবং ঘর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার জন্য সরকারকে দায়ী করেছে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি।

বিএনপি'র একটি প্রতিনিধি দল নিয়ে নাসিরনগরের হামলা উপদ্রুত এলাকা ঘুরে এসে শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ বলেন স্থানীয় আওয়ামী লিগ নেতাদের বহিষ্কারের মধ্য দিয়ে এ ঘটনায় ক্ষমতাসীনদের সম্পৃক্ততার বিষয়টি পরিষ্কার হয়েছে।

এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি সরকারের পদত্যাগও দাবি করেন হাফিজ উদ্দিন। হিন্দুদের বিভিন্ন সংগঠন এবং মানবাধিকার কর্মীরা নাসিরনগরারে ঘটনায় স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ এপর্যন্ত ৩৩ জনকে গ্রেফতার করেছে। এদিকে,নেত্রকোনা শহরের সাতপাই এলাকায় শনিবার একটি মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

XS
SM
MD
LG