অ্যাকসেসিবিলিটি লিংক

হিরোশিমায় আনবিক বোমা আক্রমনের ৭০তম বার্ষিকী আজ


জাপানের হিরোশিমা শহরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনবিক বোমা আক্রমনের ৭০তম বার্ষিকী আজ। মূলত ঐ আনবিক বোমা হামলার মধ্য দিয়েই শেষ হয় দ্বতীয় বিশ্বযুদ্ধ।

জাপানে দিনটিকে স্মরণ করতে হারোশিমার পিস মেমোরিয়াল পার্কে সমবেত হন হাজার হাজার মানুষ। ঐ সমাবেশে বক্তব্য দেয়ার সময় হিরোশিমা শহরের মেয়র কাজুমি মাৎসুই বিশ্বকে পারমানবিক অস্ত্রমুক্ত করতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন আনবিক বোমার আক্রমনের শিকার হওয়া বিশ্বের একমাত্র দেশ হিসাবে জাপানের বিশেষ দায়িত্ব হচ্ছে পারমানবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার লক্ষে কাজ করা।

হিরোশিমায় আনবিক বোমা হামলায় প্রায় ১ লক্ষ ৪০ হাজার মানুষ সরাসির বা বিক্রয়ায় পরে নিহত হন। জাপানের নাগাসাকি শহরেও আনবিক বোমা হামলা হয় যাতে মারা যান প্রায় ৭০ হাজার মানুষ।

XS
SM
MD
LG