অ্যাকসেসিবিলিটি লিংক

হংকং-এ প্রতিবাদ


বেইজিং-এর অঙ্গীকার ভঙ্গের প্রতিবাদে রোববার হাজার হাজার ব্ল্যাক ক্ল্যাড সক্রিয়কর্মী সারা হংকং জুড়ে মৌনমিছিল করে। বেইজিং প্রতিজ্ঞা করেছিল তারা প্রাক্তন বৃটিশ উপনিবেশে পূর্ণ গণতন্ত্র কায়েম করবে।

প্রতিবাদকারীরা, সড়কে দীর্ঘ কালো কাপড় বহন করে, এবং তাদের হাতে সাইন/প্ল্যাকার্ড ইত্যাদি ছিল। সাইনে লেখা ছিল, বেইজিং তাদের বিশ্বাস ভঙ্গ করেছে।

চীন বলছে, হংকং-এর প্রধান নির্বাহীর পদে মনোনয়নের জন্যে প্রার্থীকে প্রথমে মনোনয়ন কমিটি দ্বারা মনোনীত হতে হবে। আশঙ্কা করা হচ্ছে, এতে শুধুমাত্র বেইজিং পন্থী প্রার্থীরাই মনোনয়ন পাবেন।

রোববার এর আগে, হংকং-এর প্রধান নির্বাহী দেশের আইনপ্রণেতাদের আহবান জানিয়েছেন যাতে তারা চীনের নির্বাচন সংস্কার প্রস্তাব পাশ করে। গণতন্ত্রপন্থী আইনপ্রণেতারা এই পদক্ষেপে বাধা দেবেন বলে অঙ্গীকার করেছেন।

XS
SM
MD
LG