অ্যাকসেসিবিলিটি লিংক

হংকং এ অবস্থান ধর্মঘট থেকে পুলিশ বিক্ষোভকারিদের হটিয়ে দেওয়া শুরু করেছে।


হংকং এ গণতন্ত্র পন্থি সমাবেশের পর অবস্থান ধর্মঘট থেকে পুলিশ বিক্ষোভকারিদের হটিয়ে দেওয়া শুরু করেছে।

শত শত পুলিশ বুধবার ভোরে হংকং এর ব্যবসায়ী এলাকা থেকে বিক্ষোভকারীদের তুলে দেওয়া শুরু করেছে । তবে পুলিশ বলেনি তারা ঠিক কতজনকে গ্রেপ্তার করেছে।

এই সংঘাতের আগে মঙ্গলবার সেখানে এক শান্তিপুর্ণ সমাবেশে হাজার হাজার লোক জড়ো হয়। সমবেত লোকজন সাবেক এই ব্রিটিশ উপনিবেশের , চীনা প্রশাসনের কাছে হস্তান্তরণের ১৭ তম বার্ষিকীতে রাস্তায় রাজনৈতিক প্রতিবাদ জানাচ্ছিল।

বিক্ষোভকারীরা হংকং এর নির্বাচনে বেইজিং সরকারের প্রত্যক্ষ হস্তক্ষেপ কমানোর সংস্কার দাবি করে তাদের এই সরকারী ছুটির দিনটি অতিবাহিত করেন।

প্রধানত তরুণ এই বিক্ষোভকারীরা প্রকৃত গণতন্ত্রের দাবি সম্বলিত ব্যানার বহন করেন এবং হংকং এর চীন পন্থি নেতাদের বিরুদ্ধে শ্লোগান দেন। পুলিশ জানিয়েছে বড় জোর এক লক্ষের মতো লোক এতে অংশ নেয় তবে সংগঠকরা বলছেন যে এই সংখ্যা ছিল পাঁচ লক্ষেরও বেশি।

XS
SM
MD
LG