অ্যাকসেসিবিলিটি লিংক

মালির সৈন্যরা ইসলামপন্থি জঙ্গিদের কবল থেকে চারজন পণবন্দীকে মুক্ত করেছে


মালির সৈন্যরা , দেশের মধ্যাঞ্চলে একটি হোটেলে অভিয়ান চালিয়ে , অচলাবস্থার অবসান ঘটিয়ে ইসলামি জঙ্গিদের হাত থেকে চারজন পণবন্দীকে মুক্ত করিয়েছে । জঙ্গিদের হামলায় ১১ জন নিহত হয়েছে। কমপক্ষে তিন জন জঙ্গিও নিহত হয়। কর্মকর্তারা বলছেন যে শনিবারের ঐ অভিযানের পর হোটেলে আরও তিনটি মরদেহ পাওয়া যায় তবে তাদের রাষ্ট্রিক পরিচয় জানা যায়নি। শনিবার ভোরে এক অভিযানে মুক্ত পণবন্দীরা কোন দেশের নাগরিক সে কথা প্রতিরক্ষা কর্মকর্তারা জানাননি্ । ঐ অভিযানে ফরাসি সৈন্যরা সাহায্য করেছে।

জিহাদিরা শুক্রবার ভোরে বিবলস হোটেলে জোর করে প্রবেশ ক’রে , জাতিসংঘের একজন কর্মী এবং মালির পাঁচজন সৈন্যকে হত্যা করে এবং হোটেলের অন্যান্য অতিথিদের পণবন্দী করে।

জিহাদিরা অচলাবস্থা নিরসনের প্রাথমিক প্রচেষ্টা ব্যর্থ করে দেয়ায় এই অচলাবস্থা প্রায় সারাদিন ধরে চলে।

এই হোটেলটিতে জাতিসংঘের কর্মীরা ছিলেন এবং ফ্রান্স , দক্ষিণ আফ্রিকা , রাশিয়া এবং ইউক্রেনের লোক ও ছিলেন।

এই আক্রমণে উত্তর ও মধ্য মালিতে জাতিসংঘের শান্তিরক্ষীদের উপস্থিতি সত্বেও ইসলামপন্থি জঙ্গিদের হুমকি তুলে ধরেছে।

XS
SM
MD
LG