অ্যাকসেসিবিলিটি লিংক

কিভাবে নির্বাচিত হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট-১: প্রার্থীতা


কিভাবে নির্বাচিত হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট-১

চার বছর পর ঘুরে এলো আবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের বছর। চার বছর পরপর আমেরিকানরা ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত করেন।

কিভাবে নির্বাচিত হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট?

সহজ উত্তর হচ্ছে নাগরিকদের ভোটের মাধ্যমে। কিন্তু নাগরিকদের এই ভোট অনুষ্ঠিত হওয়া পর্যন্ত পাড়ি দিতে হয় লম্বা পথ, অনেকগুলো জটিল প্রক্রিয়া। সেসব শেষ হতে লেগে যায় এক বছরেরও বেশী সময়।

কেউ যদি প্রশ্ন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে কি যোগ্যতা লাগে এবং কি কি করতে হয়?

এ প্রশ্নের উত্তর এবং মৌলিক ৩টি শর্ত হচ্ছে:

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী প্রার্থীকে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে,

বয়স হতে হবে কমপক্ষে ৩৫ বছর;

এবং যুক্তরাষ্ট্রে অন্তত ১৪ বছর বসবাসের প্রমান থাকতে হবে।

এইসব যোগ্যতা থাকলে ফেডারেল ইলেকশন কমিশনের ফর্ম-২ পূরণ করে প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার আবেদন করা যাবে এবং প্রচারণা কমিটির জন্যে ফর্ম-১ পূরণ করতে হবে। পরবর্তী পদক্ষেপ হচ্ছে প্রতিটি রাজ্যের ভোট ব্যালটে নাম ওঠানো।

ঠিকমত এগুলো নিশ্চিত হয়ে গেলে প্রসিডেন্ট পদপ্রার্থী হিসাবে আবেদনকারী অভিনন্দিত হবেন এবং আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করা হবে। পরের কাজ প্রার্থীর তহবিল সংগ্রহ। সফল প্রচারণা করতে হলে মোটা অংকের তহবিল সংগ্রহ করতেই হবে।

XS
SM
MD
LG