অ্যাকসেসিবিলিটি লিংক

কিভাবে নির্বাচিত হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট-৩: জরিপ ও বিতর্ক


ধরা যাক আপনি প্রার্থী হয়েছেন। তহবিলও সংগ্রহ শুরু করেছেন। এবার আপনাকে প্রতিযোগিতার মূল কাজ শুরু করতে হবে। আপনি সফল হচ্ছেন কি না, ঠিকমত আপনার প্রচারণা এগুচ্ছে কিনা, কিভাবে বুঝবেন। সেটি বোঝার একটি উ্রপায় হচ্ছে জনমত জরিপ করা।

জরিপ করা হয় ভোটারদের ফোন করে, অনলাইনে মতামত নিয়ে অথবা সামাজিক মাধ্যমেও।

কোন প্রার্থী কেমন কাজ করবে অথবা কোনো সুনির্দিষ্ট প্রার্থী প্রেসিডেন্ট হলে ভালো নাকি খারাপ হবে সেটা ভোটারদেরকে জানানোর একটি উপায় হচ্ছে টেলিভাইজড বিতর্ক।

টেলিভিশনে বিতর্কে প্রার্থী তাদের পরিকল্পনা জানানোর পর নির্বাচিনী জরিপে তাদের সম্পর্কে ভোটারদের মতামত প্রতিফলিত হয়। প্রার্থীরা দেশের বিভিন্ন স্থানে জনসভা করেন সমর্থন বাড়াতে। গনমাধ্যমে বিজ্ঞাপন জনসংযোগসহ নানাভাবে তারা তাদের পক্ষে ভোটার সমর্থন আনার চেষ্টা করেন।

এরপর; দলীয় সমর্থন কার পক্ষে কতোটা তা যাচাইয়ের জন্য রাজ্য রাজ্য পৃথকভাবে অনুষ্ঠিত হয় প্রাইমারী ও ককাস নির্বাচন।

XS
SM
MD
LG