অ্যাকসেসিবিলিটি লিংক

কিভাবে নির্বাচিত হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট-৮: ডেলিগেট নির্বাচন


গনতন্ত্রে বলা হয়ে থাকে প্রেসিডেন্ট নির্বাচিত হন জনগনের ভোটে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল প্রাইমারী নির্বাচনের নিয়ম হুবহু তা নয়। ভোটার নন, কৌশলগত দৃষ্টিকোন থেকে ডেলিগেটরা চুড়ান্তভাবে নির্বাচিত করেন দলের প্রার্থীদের।

প্রশ্ন করা যেতে পারে ডেলিগেটরা যদি প্রার্থী নির্বাচন করেন তো ডেলিগেটদের কে নির্বাচিত করেন?

বিষয়টি একটু জটিল। ডেলিগেট নির্বাচনের নিয়ম এক এক রাজ্যে এক এক রকম। কোনো কোনো রাজ্যে ভোটাররা সরাসরি ব্যালটের মাধ্যমে প্রেসিডেন্ট প্রার্থীর পাশাপাশি ডেলিগেট নির্বিচত করেন। যেমন ম্যারিল্যান্ড। এই রাজ্যে এমন হয়।

আবার ক্যালিফোর্নিয়ার রাজ্যে প্রার্থীরা বাছাই করেন তাঁদের ডেলিগেট। অনেক রাজ্যে আবার দলীয় কনভেনশনের মাধ্যমে অথবা দলীয় নেতাদের দ্বারা নিয়োগের মাধ্যমে ডেলিগেট নির্বাচিত হন।

পরবর্তীতে ডেলিগেটরা দলের জাতীয় কনভেনশনে অংশ নেন। আর সেখানেই তারা ভোটের মাধ্যমে দলের প্রেসিডেন্ট প্রার্থী চুড়ান্ত করেন।

XS
SM
MD
LG