অ্যাকসেসিবিলিটি লিংক

মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে হিউমান রাইটস ওয়াচের বিবৃতি


সেলফ সেন্সরশিপ বা নিজ থেকে নিয়ন্ত্রণ আরোপের প্রস্তাবের পরিবর্তে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার পক্ষে প্রতিশ্রুতির বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

ব্লগার নিলাদ্রী হত্যাকান্ডের প্রেক্ষাপটে এক বিবৃতিতে এই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি বলেছে, ওই হত্যাকান্ড স্বাধীন মত প্রকাশকারীদের নিরাপত্তা রক্ষা এবং তাদের মতামত প্রকাশ বন্ধ ঠেকাতে বাংলাদেশ সরকারের তাৎক্ষণিক পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দেয়। হিউম্যান রাইটস ওয়াচ ওই বিবৃতিতে নিলাদ্রীর প্রতি হুমকির ব্যাপারে ব্যবস্থা এবং বিগত দিনে সংঘটিত খুনের ঘটনায় দায়ী ব্যক্তিদের গ্রেফতারে পুলিশের ব্যর্থতার কথা না বলে পুলিশ প্রধানের পক্ষ থেকে সেলফ সেন্সরশিপের কথা বলায় সমালোচনা করা হয়।

এদিকে, ২০১১ সালে প্রধানমন্ত্রীকে কুটুক্তি করে ফেসবুকে তাঁর মৃত্যু কামনা করার দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে আদালত ৩ বছরের সশ্রম কারাদন্ড এবং অর্থ দন্ড দিয়েছে। বর্তমানে ওই শিক্ষক পলাতক রয়েছেন।

XS
SM
MD
LG