অ্যাকসেসিবিলিটি লিংক

চীনে নেতৃত্ব বদল শুরুঃ হু জিনটাও আনুষ্ঠানিক ভাবে পদত্যাগ করলেন



চীনের প্রেসিডেন্ট হু জিনটাও কমিউনিস্ট পার্টির প্রধান হিসাবে বুধবার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। দেশের প্রধান হিসাবে ভাইস প্রেসিডেন্ট জি জিনপিং দায়িত্ব নেবেন বলে আশা করা হচ্ছে।

বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী পার্টির কংগ্রেসের সমাপনী অধিবেশনে প্রেসিডেন্ট হু জিনটাও ডেলিগেটসদের বলেন, দশ বছর পরপর পার্টির মধ্যে যে নেতৃত্ব বদল হয় সে বিষয়ে যেন তারা ঐক্যবদ্ধ থাকেন।

তিনি বলেন “আমাদের মনকে মুক্ত রাখতে হবে, যেসব নীতি সংস্কার করা হচ্ছে তা প্রয়োগ করতে হবে এবং সব ধরণের বাধা বিপত্তি পেরিয়ে স্বাধীন ভাবে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা চালাতে হবে।”

মিঃ হু-র উত্তরসুরী ভাইস প্রেসিডেন্ট জি জিনপিং বৃহস্পতিবার পার্টির প্রধান হিসাবে দায়িত্ব এবং মার্চ মাসে প্রসিডেণ্ট হিসাবে তিনি দায়িত্ব নেবেন বলেই আশা করা হচ্ছে। দলের পরবর্তী প্রধান মন্ত্রী হিসাবে উপপ্রধান মন্ত্রী লি কেচিয়ান, ওয়েন জিয়া বাও-এর পদে অধিষ্টিত হবেন বলে আশা করা হচ্ছে।
XS
SM
MD
LG