অ্যাকসেসিবিলিটি লিংক

জাগ্রত জনমতই মানবাধিকারের শ্রেষ্ঠ রক্ষাকবচ-বিচারপতি সিরিয়াক জোসেফ


জাগ্রত জনমতই মানবাধিকারের শ্রেষ্ঠ রক্ষাকবচ। এই সারসত্যই ফের মনে করালেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন অবসরপ্রাপ্ত বিচারপতি সিরিয়াক জোসেফ।

কলকাতায় বণিকসভা মার্চেন্ট চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিস আয়োজিত এক আলোচনায় অংশ নিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি সিরিয়াক জোসেফ মেনে নেন অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে কাজ করতে হয় কমিশনকে। সুপারিশ করার বাইরে ক্ষমতা নেই কমিশনের।সুপারিশ কার্যকরে সরকারকে বাধ্য করতে পারেনা কমিশন। এই অবস্থার বদল তখনই সম্ভব....যখন নাগরিক সমাজে জোরদার হবে এই দাবী।

জাতীয় মানবাধিকার কমিশনের তুলনায় রাজ্য কমিশনগুলির সীমাবদ্ধতা যে আরো বেশী তা মেনে নিয়ে অবসর প্রাপ্ত বিচারপতি সিরিয়াক জোসেফের বক্তব্য অনেক রাজ্যে এখনো কমিশন তৈরী হয়নি। হলেও পরিকাঠামো নেই। ফুল বেঞ্চ পর্যন্ত নেই। জাতীয় কমিশনেও অবশ্য এখন ফুল বেঞ্চ নেই।

সরাসরি লিংক

XS
SM
MD
LG