অ্যাকসেসিবিলিটি লিংক

"ভয়েস অফ আমেরিকার ৭৫তম বর্ষপুর্তি"


আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় "ভয়েস অফ আমেরিকার ৭৫তম বর্ষপুর্তি"। আজকের এ অনুষ্ঠানে অতিথি উতরদাতা প্যানেলে রয়েছেন অস্ট্রেলিয়া থেকে ডক্টর শফিকুর রহমান, নিউইয়র্ক থেকে আকবর হায়দার কিরন এবং নিউইয়র্ক থেকেই প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদউল্লাহ এবং স্টুডিওতে রয়েছে জেবুন্নেসা রহমান(লিলি)। সঞ্চালনায় ছিলেন সরকার কবীরূদ্দীন। এছাড়াও স্টুডিওতে আলোচনায় অংশ নেন বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার। আলোচনায় আরো ছিলেন শেগুফতা নাসরিন কুইন এবং তাহিরা কিবরিয়া।

please wait

No media source currently available

0:00 0:38:43 0:00

অতিথি উত্তরদাতারা আমাদের শ্রোতাদের প্রশ্ন/মন্তব্যের জবাব দেন। আর হ্যাঁ এ অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তর দাতাদের মন্তব্য-বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত। ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায়দায়িত্ব বর্তাবে না।

সরাসরি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে ছিলেন:

(১)নিউইয়র্ক থেকে নাসরীন আহমেদ।

(২) ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ রাণিনগর থেকে জিয়াউর রহমান।

(৩)বাংলাদেশের চট্রগ্রাম থেকে আবু সূফিয়ান চৌধুরী।

(৪) ঢাকা থেকে শাহানা নাসের।

(৫) হাতিয়া থেকে এ কে এম মুস্তাফা।

হ্যালো ওয়াশিংটন আমাদের ওয়েব সাইটে শোনা যাবে – আমাদের ওয়েব সাইট www.voanews.com/Bangla/hello Washington .

XS
SM
MD
LG